খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: নারীদের নিয়ে ‘নোংরা মন্তব্য’ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়া ট্রাম্পের তোপের মুখে পড়েছেন।
ট্রাম্পের ওই মন্তব্যকে তিনি ‘অগ্রহণযোগ্য’ ও ‘আপত্তিকর’ বলে আখ্যায়িত করেছেন।
তবে সমালোচনার পাশাপাশি ট্রাম্পের করা মন্তব্যকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মেলানিয়া।
তিনি বলেন, ‘আমার স্বামী নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন তা এক কথায় অগ্রহণযোগ্য ও আপত্তিকর। তবে আমি যে ট্রাম্পকে চিনি সে এমন কথা বলতে পারে না।’
মেলানিয়া বলেন, ‘নেতৃত্বের জন্য ট্রাম্পের মাথা ও বিশাল হৃদয়- দুটিই রয়েছে। তাই আশা করব জনগণ তার করা ভুল মন্তব্যকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
২০০৫ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে নারীদের নিয়ে নোংরা মন্তব্য করেন ট্রাম্প।
অনুষ্ঠানের উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারকা হলে তুমি নারীদের সঙ্গে যা খুশি তাই করতে পারবে।’
ওই অনুষ্ঠানে একজন বিবাহিত নারীর সঙ্গে যৌনকর্ম করার এবং অন্য নারীদেরকে চুমু দেয়া ও তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান স্পর্শ করার বড়াই করেছিলেন ট্রাম্প।
সম্প্রতি ওই অনুষ্ঠান থেকে তৈরি একটি ভিডিও টেপ মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এরপরই ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়। খোদ রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা তার এ মন্তব্যের নিন্দা জানাচ্ছেন। এমনকি তাকে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ানোরও দাবি তুলেছেন।
এ ঘটনায় ফেসবুকে একটি ভিডিও বিবৃতিতে ট্রাম্প ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি এটা বলেছি, আমি ক্ষমা চাচ্ছি। আমি অঙ্গীকার করছে আমি একজন ভালো মানুষ হয়ে উঠব।’