খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: ‘আমি এ দেশের নাগরিক হিসেবে সংবিধান প্রদত্ত বাক স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রকাশ করেছি। সে কারণে অপরাধ হলে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। পুরো বেসরকারি খাত কে কেন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে?’
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
সংবাদ সম্মেলনে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন মন্তব্যের দায়ে এনজিওদের নিবন্ধন বাতিল করার বিধান রেখে আইন করাকে অগণতান্ত্রিক বলছেন এনজিও প্রতিনিধিরা।
এ ছাড়া এনজিও প্রতিনিধিরা অবিলম্বে সম্প্রতি পাস হওয়া বৈদেশিক অনুদান রেগুলেশন আইন বাতিলের আবেদন করেন রাষ্ট্রপতির কাছে। টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালের মতে সমালোচনাকে সহ্য করতে না পেরে বিদ্বেষমূলক ও অশালীন মন্তব্য করা হয়েছে উল্লেখ করে উক্ত আইনের মাধ্যমে এনজিওগুলোর নিবন্ধন বাতিল করে দিতে পারে সরকার।
সুলতানা কামাল বলেন, ‘আমাদের ধারণা আমরা যে রকম রাজনৈতিক পরিবেশে বাস করি, যেকোনো সমালোচনাকেই অশালীন এবং বিদ্বেষমূলক বলে সেটা নিয়ে একটা অন্যধরনের প্রতিক্রিয়া পেতে পারি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মানবাধিকারকর্মী খুশি কবির প্রমুখ।