Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

87খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের কাছে গিয়েও হেরে যাওয়ায় ব্যাপক সমালোচনা হয়। শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ২১ রানে হারে বাংলাদেশ।

এরপরই ফিনিশার খ্যাত নাসির হোসেনকে দলে নেয়ার দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল শনিবার সাংবাদিকদের কাছে বলেন, নাসির কার জায়গায় খেলবেন? তাকে খেলাতে হলে রুবেলকে বাদ দিতে হবে।
কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে সেই রুবেলকে বাদ দিয়েই দলে রাখা হয় নাসিরকে। তবে দলে সুযোগ পেয়ে হতাশ করেননি নাসির।
দলের বিপর্যয়ে হাল ধরে বাংলাদেশকে একটি সম্মানজনক সংগ্রহে নিয়ে যান তিনি। অধিনায়ক মাশরাফিকে যোগ্য সঙ্গ দেন তিনি।
১৬১ রানে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হওয়ার পর মাঠে নামেন নাসির। চাপের মুখে উইকেট আগলে রেখে রানের চাকাও সচল রাখেন এ ব্যাটিং অলরাউন্ডার।
গত ম্যাচে ২৭১ রানে চার উইকেট ছিল। সাকিব আউট হওয়ার পর যেভাবে বাংলাদেশের ইনিংস মুখ থুবড়ে পড়ে তাতে আজও সেই শংকা তৈরি হয়েছিল। কিন্তু সেই শংকাকে দূর করেন নাসির।
একদিকে মাশরাফি ব্যাটে ঝড় তোলেন। অন্যদিকে শিট অ্যাংকরের দায়িত্ব পালন করেন নাসির। মাশরাফিকে বার বার স্ট্রাইক দেন এ ডানহাতি ব্যাটসম্যান। সেই সুযোগ কাজে লাগান মাশরাফিও। যোগ্য সঙ্গী পেয়ে নির্ভার হয়ে ব্যাট চালান মাশরাফি।
তাদের দায়িত্বশীল ৬৯ রানের জুটির কারণেই বাংলাদেশ ২৩৮ রান সংগ্রহ করেছে। নাসির ২৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।