খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৩৪ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা। ম্যাচে মাশরাফির অলরাউন্ড নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। ব্যাটিংয়ে ২৯ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট নিয়ে ইংলিশদের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়েছে তিনি। যা চোখ এড়িয়ে যায়নি আইসিসিরও। তাই সমতায় ফেরানো জয়ের পর রবিবার রাতেই মাশরাফির পারফরম্যান্সের প্রশংসা করে নিজেদের অফিসিয়াল পেজে টুইট করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আইসিসির ওই টুইটে বলা হয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কঠিন লড়াইয়ে সব কিছু নিজের পরিকল্পনা মাফিক করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। কি পারফর্মেন্স মাশরাফি মর্তুজার!