খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: বনাপোল : বনাপোল পুটখালি সীমান্তে রাতে বিজিবি ও চোরাচালানীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ১রাউন্ড গুলি ২টি রামদা সহ তিন অস্ত্র ব্যাবসায়িকে আটক করেছে। তবে এসময় পালিয়ে গেছে আরো তিন অস্ত্র ব্যাব্সায়ি।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক,আরিফুর রহমান জানান,সোমবার রাত প্রায় ৯টার দিকে ভারত থেকে পুটখালি অভয়বাস সীমান্ত দিয়ে একটি অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। এসময় সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। অস্ত্র ব্যাবসায়িরা বিজিবির উপস্তিতি টের পেয়ে এক রাউন্ড গুলি বর্ষন করে। বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেজ্ঞ করে অভয়বাসস গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে জাকির হোসেন,ও তার ভাই জাহিদ হোসেন এবং একই গ্রামের নওসের আলীর ছেলে আব্দুল্লাহকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। রিভালবার,একটি পিস্তল ১রাউন্ড গুলি ২টি রামদা। আটককৃতদেরকে মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে বিজিবি।
বিজিবি সিও আরো জানান নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ অস্ত্র ব্যাবসায়ি ও চোরাকারবারীরা পরিকল্পনা নিচ্ছিল বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের পরিকল্পনা ভেস্তে দেয়। আটক করে তিন অ্স্ত্র ব্যাবসায়িকে।