Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: লালমনিরহাট : লালমনিরহাটে ১২’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ২ টার দিকে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি গ্রামের এসএম মান্নানের ছেলে দিদারুল ইসলাম (২৮) ও চট্টগ্রামের পুটিয়া উপজেলার উত্তর যামুরকী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম (৫০)।
পুলিশ জানাযায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিজানের নেতৃত্বে একদল পুলিশ শহরের মিশন মোড় টিএন্ডটি রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দিদারুল ও কালাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ১২’শ পিচ ইয়াবা উদ্ধার করে।
লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, লালমনিরহাট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের এ অভিযান সার্বক্ষনিক থাকবে।