খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: টাকার জন্যই বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি, জাভেদ মিয়াঁদাদের এমন মন্তব্যের পর পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানকে তিনি বলেছেন ‘টাকার কাঙাল’। আফ্রিদির এমন মন্তব্যে আবার চটেছেন মিয়াঁদাদ। রেগেমেগে আফ্রিদির বিরুদ্ধে ‘ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যান।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, দঅতীতে অনেকবারই ম্যাচ পাতিয়েছে আফ্রিদি। তার সময়ে পাকিস্তানের পুরো দলই ম্যাচ পাতানো অপরাধের সঙ্গে জড়িত ছিল।
মিয়াঁদাদ আরও বলেন, আফ্রিদির মন্তব্য খুবই দুঃখজনক। আমি ওকে ক্রিকেট খেলা শিখিয়েছি। সে আমার কাছে নিতান্তই এক শিশু। সিনিয়রদের প্রতি ওর আচরণ সব সীমাই ছাড়িয়ে গেছে।