চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকা থেকে চট্টগ্রামে অস্ত্রসহ ১ ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব।গ্রেফতারকৃত ব্যক্তির নাম রবিউল হোসেন (২৬)। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। রবিউল হোসেন চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকার তমিজ উদ্দিনের ছেলে ।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বার্তা সংস্থা এনবিএসকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিক্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রবিউলকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।