খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বিরোধী আন্দোলনকারীদের সতর্ক করেছেন প্রাক্তন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘দক্ষিণ বাংলায় আপনারা রামপাল বিরোধী লংমার্চ করতে গেলে এবার ধাওয়া খেতে পারেন।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘যে এলাকায় বিদ্যুৎ স্থাপন হচ্ছে ওই এলাকার মানুষ কোন লংমার্চ করছে না। কিন্তু ঢাকায় থেকে উন্নয়ন বিরোধী গোষ্ঠী লংমার্চ করতে যায়। দক্ষিণ বাংলায় রামপাল বিরোধী লংমার্চ করতে গেলে আন্দোলনকারীরা এবার ধাওয়া খেতে পারে।’
তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উৎসাহ ভাল, কিন্তু অতি উৎসাহ ভাল না।’
হাছান মাহমুদ বলেন, ‘ইউনেস্কো রামপাল নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তা দেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত। বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোকে জানিয়ে দেওয়া হয়েছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র বিজ্ঞান সম্মত ভাবেই হচ্ছে। এটা পরিবেশের কোন ক্ষতি করবে না। আশা করি ইউনেস্কো বুঝতে পারবে তাদের প্রতিবেদনটি ভুল ছিল।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন পৃথিবীকে অবাক করে দিয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, তখন যারা দেশের উন্নয়ন চায় না তারা বিদেশের ক্রীড়নক হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
আয়োজক সংগঠন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম. এ করিম, শাহজাহান আলম সাজু, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, কেন্দ্রীয় সহ সভাপতি এমদাদুল হক ভূইয়া, কাজী হুমায়ুন কবির।