Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: নদী দখল ও দূষণকারীদের এ যুগের রাজাকার মন্তব্য করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবার হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নদী ও আমাদের অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘৯০-এর দশকে দেশে আট হাজার কিলোমিটার নৌপথ ছিল। কিন্তু সামরিক শাসক ও বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় কোনো উদ্যোগ না নেওয়ায় হাজার হাজার কিলোমিটার নৌপথ কমেছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে শুকনো মৌসুমে সাড়ে তিন হাজার আর বর্ষা মৌসুমে ছয় হাজার কিলোমিটার নৌপথ ব্যবহার করা যায় বলেও জানান তিনি।
বর্তমান সরকারের দুই মেয়াদে ড্রেজার কেনা ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় ২০১৮ সাল নাগাদ নৌপথে বেশ কিছু সুফল মিলবে বলেও আশাবাদ করেন মন্ত্রী।