খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়া রাংটিয়া গ্রামে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ফকিরপাড়া গ্রাম থেকে শ্যামল (৪২) নামের এক যুবক বেড়াতে আসে। বেড়াতে এসে ওই যুবক উপজাতি ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৬ মাসের জেল প্রদান করে। আজ মঙ্গলবার ১১ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, ওই যুবক মাজেন্দ্র কোচের মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার সময় তার আত্মচিৎকারে গ্রামবাসী ছুটে আসে। এসে এলাকাবাসী ঘটনা শুনে ওই যুবককে বেধম মারধর করে। পরে নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সার নিকট উপস্থিত হয়ে ভিকটিমের পিতা বাদী মাজেন্দ্র কোচ ঘটনার বিবরণ অবহিত করে। পরে চেয়ারম্যান বিষয়টি অবগত হওয়ার পর তাকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা’র নিকট আসেন এবং ইউএনও মোহাম্মদ সেলিম রেজা তার অফিস কার্যালয়ে ৫০৯ ধারা মোতাবেক উক্ত দন্ড প্রদান করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।