Mon. Oct 20th, 2025
Advertisements

mohila-picখোলা বাজার২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০১৬:  নরসিংদীথেকে তোফাজ্জল হোসেনঃ- নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ১০ই অক্টোবর পশ্চিম ব্রাহ্মন্দীস্থ সংস্থার কার্যালয়ে গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে পোশাক প্রশিক্ষন ও চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম কায়ছার আলী, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া, আব্দুর রশিদ মোল্লা, সভাপতি সহ সমন্বয় পরিষদ। অন্যান্যের মাঝে বক্তেব্য রাখেন পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম সরকার, নরসিংদী মহিলা কলেজের সাবেক শিক্ষিকা শিখা রানী রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সৈয়দা মুনিরা বেগম। উল্লেখ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ও চিনিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়াকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন সংস্থার সভানেত্রী সহ অন্যান্যরা। উপস্থিত পোশাক প্রশিক্ষানার্থী ৪০ জনের মাধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং ১৫ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।