খোলা বাজার২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০১৬:আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন তুলে নিতে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও ফাঁস হওয়ার পর থেকে ইতিমেধ্য অনেক উচ্চপদস্থ রিপাবলিকান পার্টির নেতারা ট্রাম্প থেকে দূরত্ব বজায় রাখছেন।
এ জন্য অবশ্য ট্রাম্প তাদের রিবুদ্ধে আনুগত্যহীনতা অভিযোগ এনেছেন। বিশেষ করে তিনি রিপাবলিকান পার্টি-নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ানকে ‘দুর্বল ও অকার্যকর’ নেতা বলে আখ্যায়িত করেছেন।
ওবামা প্রশ্ন রেখে বলেন, রিপাবলিকান পার্টির রাজনীতিবিদরা এখনও কিভাবে চান মিস্টার ট্রাম্প প্রেসিডেন্ট হোক। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বুঝতে পারছি না, তারা কিভাবে চিন্তা করে ট্রাম্প প্রেসিডেন্ট হবে।