Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০১৬: ঘরের মাঠে টানা সপ্তম ওয়ানডে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতল ইংলিশরা।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট ও ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই মাঠে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

টাইগারদের হয়ে সবোর্চ্চ রান করেন ৬৭ রান করেন মুশফিক। এছাড়া সাব্বির ৪৯, ইমরুল ৪৬ ও তামিম ইকবাল ৪৫ রান করেন। ইংলিশদের হয়ে ৪৩ রানে ৪ উইকেট নেন লেগ স্পিনার আদিল রশীদ।

ইংল্যান্ডের ব্যাটিং উদ্বোধন করেন স্যাম বিলিংস ও জেমস ভিঞ্চ। ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে সফরকারী দলটি। উইকেটের জন্য ১২তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় টাইগারদের। প্রথম ওভারে এসেই ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দেন নাসির হোসেন।

জেমস ভিঞ্চকে লেগ বিফোরের ফাদে ফেলেন নাসির। আউট হবার আগে ৩২ বলে ৩২ রান করেন ভিঞ্চ।

এরপর বেন ডাকেটকে নিয়ে ইংলিশ রানের তরী এগিয়ে নেয়ে যেতে থাকেন স্যাম বিলিংস। ১৯তম ওভারে সাকিবের শেষ বলে এক রান নিতেই ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন স্যাম।

বিলিংসকে ফিরিয়ে ৬৪ রানের এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৫তম ওভারে সুইপ করতে গিয়ে ইমরুলকে ক্যাচ দিয়ে ফেরেন এই ইংলিশ ওপেনার।

এরপর ডাকেট-বেয়ারস্টো মিলে আরো ৪৫ রান যোগ করেন। জুটিটা যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল ঠিক তখনই দারুণ এক বলে বেয়ারস্টোকে বোল্ড করেন পেসার শফিউল ইসলাম। ১৮ বলে ১৫ রান করেন বেয়ারস্টো।

এরপরই ৬৩ রান করা বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে টাইগারদের আবার দারুণ এক ব্রেক থ্রু এনে দেন শফিউল। লেগ সাইডের বলে স্কুপ খেলতে গিয়ে মুশফিকের দর্শণীয় এক ক্যাচে ডাকেটের ইনিংসের সমাপ্তি হয়।

ডাকেটের পর বেন স্টোকস-জস বাটলার মিলে আরো ৪৮ রান যোগ করেন। ইংলিশদের জয় যখন বেশ সহজ মনে হচ্ছিল ঠিক সেই সময়ই বাটলারের মহামূল্যবাদ উইকেট তুলে নেন টাইগার দলনায়ক মাশরাফি বিন মতুর্জা। ২৬ বলে ২৫ রান করেন বাটলার।

ব্যক্তিগত পরের ওভারে মঈন আলীকে ফিরিয়ে দিয়ে খেলায় বাংলাদেশকে টিকিয়ে রাখেন মাশরাফি। ৩ বলে মাত্র ১ রান করেন মঈন।