Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: এবারের সম্মেলন যেকোনো বারের চেয়ে বেশি সফল ও ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।বুধবার দুপু রে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি।

এছাড়াও সম্মেলনের পাশাপাশি দল সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “আওয়ামী লীগ কাউন্সিল শেষ হওয়ার সাথে সাথে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য আর বেশি দিন বাকি নেই।”

নেতা কর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনার আপনাদের এলাকার বিশেষ দূত হিসেবে কাজ করবেন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “এবারের সম্মেলন খুব উৎসব মুখর হবে। সেই সাথে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন হবে।”