Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০১৬: 23467-11102016120755-unnamedঠাকুরগাঁও থেকে কামরুল হাসান: ঠাকুরগাঁও সদরে কিশোরীকে যৌন হয়রানির দায়ে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার এ আদেশ দেন।
এর আগে বেলা ১১টার দিকে এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর বানিয়াপাড়া থেকে বিমল, রমজান ও আলম নামে তিনজনকে ‍আটক করে পুলিশ। রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।
এছাড়া সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল এলাকা থেকে আটক খাদেমুল নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্তদের সবাই সদর উপজেলার আউয়ালিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।