Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
index

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ব্যবহার ‘খুবই বিরক্তিকর’ এবং এ কারণে আন্তর্জাতিকভাবে তিনি ‘বিপজ্জনক’ ব্যক্তিতে পরিণত হয়েছেন।

মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন মি: ট্রাম্পের বিভিন্ন বক্তব্য উল্লেখ করে বলেন যে ডোনাল্ড ট্রাম্প একেক সময় একেক ধরনের ব্যবহার করেন এবং বিভিন্ন সম্প্রদায়ের কাছে সেটা গ্রহণযোগ্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

নারীদের কটাক্ষ করেও তিনি বিভিন্ন মন্তব্য করেছেন।

সম্প্রতি মি: ট্রাম্প বলেন যে নারীরা রাজনৈতিক বিপর্যয় তৈরি করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের নারীবিদ্বেষী মনোভাবের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই ব্যক্তির আচরণ এমন যে তিনি যদি কোনো সাধারণ ডিপার্টমেন্টাল স্টোরে চাকরির আবেদন করেন তাহলে সেটি পাবারও যোগ্যতা রাখেন না। ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ওবামা এ মন্তব্য করেন।