Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

index-2-2খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: গতরাতে বাংলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক সিটি কমিশনার শামীম পারভেজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের কাঙ্খিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রুপ দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে প্রতিদিন মিথ্যা, উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার দেশকে এক ভীতিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, গতরাতে বাংলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক সিটি কমিশনার শামীম পারভেজকে গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীর দমণনীতিরই বহি:প্রকাশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের-গ্রেফতার এবং দমন-পীড়ণ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্খা এদেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই সফল হতে দেবেনা। অতীতে দেশ-বিদেশের কোন স্বেচ্ছাচারী শাসকই তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে শামীম পারভেজ এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

অপর এক বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক মির্জা আব্বাস গতরাতে বাংলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক সিটি কমিশনার শামীম পারভেজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি শামীম পারভেজকে গ্রেফতারের ঘটনাকে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে বলেন, সরকার এখন দেশকে বিরোধীদলশুন্য করতেই বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে। মির্জা আব্বাস বলেন, এধরণের অপকর্ম করে সরকার তাদের মসনদ দীর্ঘস্থায়ী করতে পারবে না। তিনি অবিলম্বে শামীম পারভেজ এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।