Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ত্রিশ বছরের বেশি সময় আগে উড়োজাহাজে করে কোথাও যাচ্ছিলেন মি. ট্রাম্প।

একই ফ্লাইটে তার পাশের আসনটিতে বসেছিলেন এমন একজন নারী যাত্রী অভিযোগ তুলেছেন, মি. ট্রাম্প তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন। তার ভাষায় যা ছিল “অক্টোপাসের” মত জাপটে ধরে যৌন নিপীড়ন চালানো।

অন্য একজন নারী অভিযোগ করেছেন, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে তার ইচ্ছার বিরুদ্ধে ঐ নারীর মুখে চুম্বন করেছিলেন মি. ট্রাম্প। এই দুই নারীকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস।

তাদের এক প্রতিবেদনে ঐ দুইজন নারী অভিযোগ তুলেছেন, মি. ট্রাম্প তাদের ইচ্ছার বিরুদ্ধে অশোভন আচরণ করেছেন, এবং কখনো তা নিয়ে দু:খ প্রকাশ করেননি।

অবশ্য মি. ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে দিয়েছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল।প্রচারণা দল ঐ প্রতিবেদন এবং অভিযোগকে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবী করেছে। তবে অভিযোগকারী নারী দুইজনই আগে কখনো বিষয়টি নিয়ে অভিযোগ তোলেননি। যদিও নিজেদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে আলাপ করেছিলেন।

কিন্তু যখন তারা দেখলেন, মি. ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়েছেন, তখন তারা মুখ খোলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসকে।