Fri. Apr 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ssss20161014173855
খোলা বাজার২৪, শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬: দিনব্যাপী কবিতা, গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শরৎ উৎসব পালিত হয়েছে।
দুই পর্বের আয়োজনের প্রথম পর্ব শুরু হয় সকাল ৭ টা থেকে ৯ টা, শেষ পর্ব বিকাল ৪ টায় শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে। সত্যেন সেন শিল্পগোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে।
উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।
উপাচার্য বলেন, আমাদের দেশের প্রতিটি ঋতুর জন্য আলাদা আলাদা গান , সাহিত্য ও কবিতা রয়েছে।  এ জন্য আমরা ভাগ্যবান। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আমাদের দেশের এ ঋতু বৈচিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ রকম উৎসবের খুবই প্রয়োজন।
রামেন্দু মজুমদার বলেন, শরৎ এলে প্রকৃতিতে নতুন ছোয়া লাগে। নাগরিক জীবনে ঐতিহ্যের দিকে মুখ ফেরাতে সাহায্য করে।