খোলা বাজার২৪, রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬: ভারতের উত্তর প্রদেশের বেনারসে শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৯ জন মারা গেছে। এছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছে।
বেনারসের রাজঘাট সেতুর সামনে আধ্যাতিক নেতা জয়গুরুকে শ্রদ্ধা জানাতে ভক্তরা সমবেত হলে সেখানে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সেতুটি ভেঙে পড়ছে এ গুজব ছড়িয়ে পড়লে হাজার হাজার পূণ্যার্থী সরু এক রাস্তা দিয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স হতাহতদের উদ্ধারে কাজ করছে। সেখানে উদ্ধারকর্মীরা দেখতে পান ছড়িয়ে ছিটিয়ে আছে পদদলিত হয়ে মারা যাওয়া লোকজনের সঙ্গে আনা জিনিসপত্র, জুতা ও স্যাণ্ডেল