খোলা বাজার২৪, সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬: রবিবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থিত জাতীয়তাবাদী মহিলা দল কার্যালয়ে নবগঠিত মহিলা দল কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা’র পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে আগত নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করে যেতে হবে।
এছাড়া ঢাকা মহানগর মহিলা দলের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে ও মহল্লায় মহল্লায় সংগঠনকে শক্তিশালী করতে কাজ করতে হবে। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশী নারী এবং পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যাও বেশী। কাজেই জাতীয়তাবাদী মহিলা দলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণ:রুদ্ধার ও মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালনের জন্য জাতীয়তাবাদী মহিলা দলকে সবসময় দৃঢ় মনোবল নিয়ে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। আরো বক্তব্য রাখেন-জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি’র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, মহিলা দল নেত্রী মির্জা খুশী, সাবেক এমপি ও মহিলা দল নেত্রী রোকেয়া আহমেদ লাকী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপু রায় চৌধুরী, ঢাকা মহানগর মহিলা দল দক্ষিণ শাখার সভাপতি রাজিয়া আলিম, উত্তর শাখার সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমিনা খাতুন, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শামসুন নাহার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া চৌধুরী বেবি, উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আলম প্রমূখ।