খোলা বাজার২৪, সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬: ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও পেসার কামরুল ইসলাম রাব্বি।
রোববার চট্টগ্রামে ১৪ সদস্যের এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে আগামী ২০ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।
প্রথম টেস্টের স্কোয়াড-
মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন এ দলে রয়েছেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও রুবেল হোসেন।