Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
'গণহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ পৃথিবীর একটি বড় সংকট'
খোলা বাজার২৪, সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গণহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ পৃথিবীর একটি বড় সংকট।’ এই সংকট মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে বলে তিনি মন্তব্য করেন।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর উদ্যোগে ‘পিজিডি ইন জেনোসাইড স্টাডিজ কোর্স’-এর সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বর্বর পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরে আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘একবিংশ শতাব্দীতেও পৃথিবীর নানা প্রান্তে গণহত্যার ঘটনা ঘটছে। এসব গণহত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে এবং জনমত সৃষ্টি করতে হবে।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিন মাস মেয়াদী এই ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ ২৮জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।