
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি দুটি স্থগিত করার কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘১৮ অক্টোবর সকাল ১১টায় সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকী মানববন্ধন পালন ও ২০ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধিজনের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা বিধানে সামাজিক আন্দোলনের বিষয়ে সভা অনুষ্ঠান সংক্রান্ত কার্যক্রম দুটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে।
‘বন্ধন ও সচেতনতামূলক সভার পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে। ছাত্রীদের উপর নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আন্দোলন গড়ে তোলার প্রথম সূচনা হিসেবে এ দু’দিনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে গত ৮ অক্টোবর সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা গত ২৪ আগস্ট এক যুবকের ছুরিকাঘাতে আহত হয়। তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর গত ১৮ সেপ্টেম্বর মাদারীপুরে নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে কুপিয়ে হত্যা করে মিলন মণ্ডল নামের এক বখাটে। গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজা স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।