খোলা বাজার২৪ মঙ্গলবার, ১৮অক্টোবর, ২০১৬: বাংলাদেশ ভূ-রাজনৈতিক কারণে বিশ্বের মতাধর রাষ্ট্রগুলোর নজরে পড়েছে এবং আরো পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই বিদেশী মেহমানরা দিনে দিনে আসছেন ভবিষ্যতে হয়তো আরো আসবেন। তবে দুর্ভাগ্যে রাজনৈতিক হীনমন্যতায় গুণীজন যাদের যতটুকু সম্মান দেওয়া উচিত তা দেওয়া হচ্ছে না।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসকাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএমএ’র সাবেক সভাপতি এবং ড্যাব’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম এ হাদী’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।
মোশাররফ বলেন, চীনের রাষ্ট্রপতি খালেদা জিয়ার সঙ্গে সাাত করে এটাই ঈঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশের জনগণের প্রয়োজনে যে কোনো সংকটে পাশে থাকবে চীন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্টেকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণের ওপর খণের বোঝা চাপিয়ে সরকার জেদের বসে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ করছে। বিশ্বব্যাংকের এব্যাপারে তলিয়ে দেখা উচিত বলে মনে করি।
যে ভাবেই হউক বাংলাদেশ কৌশলগত ভয়ঙ্কর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, যদি নিজের স্বার্থ সংরণ করে কৌশলগত অবস্থান অব্যাহত রাখতে হয় তাহলে প্রতিটি েেত্র বিশেষজ্ঞ তৈরি করতে হবে। মতাধর রাষ্ট্র চীন, ভারত এমনকি আমেরিকা কে কোনো সুযোগ করে দিয়ে পা ফেলতে দেয়া যাবে না। ল্য রাখতে হবে বিশ্বদরবারে বাংলাদেশের মাথা যেন নিচু না হয়। একটি কথা ভুলে গেলে চলবে না যে, ভারত ও পাকিস্তান যেভাবে স্বাধীন রাষ্ট্র হয়েছে আমরা (বাংলাদেশ) সেভাবে স্বাধীন হয়নি। বাংলাদেশ মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করে স্বাধীন হয়েছে। তাই হারিয়ে যাওয়ার সম্ভবনা বেশি।
এমাজউদ্দিন বলেন, আজকে আমাদের পাশে একদিকে ভারত অন্যদিকে চীন তাই কোথায় কোনো ভয়ঙ্কর সমূহ তি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কোনোক্রমে ব্যর্থ হলে যা দেখছি বিশ্বপরিমন্ডল থেকে বঞ্চিত হয়ে যেতে পারি।
তিনি বলেন, নিজের ঘরের চাবি অন্যেও কাছে রাখা যাবে না কারণ ভারত ও চীন দুটোই মস্ত বড় দৈত্য।
সাবেক ভিসি বলেন , আজকে যারা বাংলাদেশে মতাসীন রয়েছে যদি প্রোপট পরিবর্তন হয় তাহলে বিকল্প শক্তি খালেদা জিয়ার বিএনপি। তাই সম্প্রতি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সরকার ঘোষিত বিরোধীদলের নেত্রীর সঙ্গে দেখা না করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
নগর গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কাশ্মীরের পে বাংলাদেশের মুক্তিকামী মানুষের সমর্থন দেয়া নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। অথচ দেখছি এব্যাপারে শুধু আওয়ামী লীগ নিশ্চুপ নয়, বিএনপিও মুখে কুলপ দিয়েছে। বিএনপিকে মতায় আসতে হলে জনগণের ভাষা বুঝতে হবে।
ড্যাবকে উদ্দেশ্য করে এই বিশিষ্ট চিকিৎসক বলেন, অধ্যাপক ডা. এম এ হাদীকে সত্যিকার অর্থে স¥রণ করতে হলে ড্যাবকে প্রথমে জনসাধারণের স্বাস্থ্য রায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
আয়োজক সংগঠনের সহ সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ড্যাবের মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা অধ্যাপক আব্দুল মান্নান, ডা. সিরাজুল ইসলাম, ডা. এম এ সেলিম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।