Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

badruddoza-chy_home_therepo_73916-1

খোলা বাজার২৪, বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬:  বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশে খুব শিগগিরই একটি ঝড় আসবে, আর সেই ঝড়ে হারিয়ে যাবে আজকে যারা মতাবলে জনগণের ওপর অন্যায়ভাবে অত্যাচর নির্যাতন চালাচ্ছেন। তিনি বলেন, অপো করুণ খুব বেশি দেরি নেই। ইতিহাস যেমন থেমে থাকে না, তেমনি শিগগিরই একটি ঝড় আসবে, তবে সেই ঝড়কে ঠেকানোও যাবে না। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভাষাসৈনিক আব্দুল মতিন এবং চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স¥রণে গণসংস্কৃতি দল নামক একটি সংগঠন এর আয়োজন করে। : ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, একটি দেশের ওপর নির্ভরশীল বাংলাদেশ সরকারপ্রধান সম্প্রতি ভারতের গোয়ায় একটি সম্মেলনে পাকিস্তানকে সন্ত্রাসের সূতিকাগার বলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেছেন চীনের রাষ্ট্রপতি। কাজেই বুঝতে হবে লাভ-লোকসানের যোগ-বিয়োগ করে আমাদের একটি পররাষ্ট্রনীতি তৈরি করা এখন সময়ের দাবি। কারণ কূটনৈতিক প্রচেষ্টায় ভুল করা চলবে না। ভুল হলে এর মাসুল আমাদের সমগ্র জাতিকে বহন করে চলতে হবে। তিনি বলেন, একটি কথা স্পষ্ট রাজনীতি সেটাই যে নিজ দেশকে ভালোবেসে, নিজেদের স¦ার্থে যতবেশি সেলফিস হওয়া যায়। : আয়োজক সংগঠনের সভাপতি এস আলম মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়–য়া প্রমুখ।