খোলা বাজার২৪, বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬: উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের স্থানান্তরিত গুলশান মডেল টাউন কর্পোরেট শাখা আজ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান আজিজুর রহমান, পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, মঞ্জুরুর রহমান, আহমদ শফি চৌধুরী, এম.কবিরুজ্জামান ইয়াকুব এবং রানা লায়লা হাফিজ। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ এবং পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক এম. ফয়জুর রহমান।
প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং গ্রাহকদের চাহিদা পূরণে পূবালী ব্যাংক তার গুলশান মডেল টাউন কর্পোরেট শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই শাখার মাধ্যমে পূবালী ব্যাংক আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে উন্নততর গ্রাহক সেবা প্রদান করে যাবে।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী বলেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করে ১৯৫৯ সাল থেকে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পূবালী ব্যাংক। গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক তার গুলশান মডেল টাউন কর্পোরেট শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। তিনি আশা প্রকাশ করেন, গুলশান মডেল টাউন কর্পোরেট শাখা অত্র এলাকার শিল্পবিকাশে ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ সাঈদ আহ্মেদ এফসিএ, মোহাম্মদ আলী ও আখ্তার হামিদ খান, উর্ধতন নির্বাহীবৃন্দ, গুলশান মডেল টাউন কর্পোরেট শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সম্মানিত গ্রাহকবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।