Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার,২০ অক্টোবর, ২০১৬: কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার বিকালে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকাল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। চলতি বছরের ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রুহুল কবির রিজভীকে কারাফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

কারাফটকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

এর আগে রমনা থানায় নাশকতার মামলায় ছয় মাসের জামিন পান রিজভী। ১৩ অক্টোবর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

অপরদিকে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবন মোড়ে বাসে অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তা মৃত্যুর ঘটনায় রিজভীর বিরুদ্ধে রমনা মামলা দায়ের করা হয়।