খোলা বাজার২৪, বৃহস্পতিবার,২০ অক্টোবর, ২০১৬: ১৯ অক্টোবর সকালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ভোধনী বক্তৃতায় দেশের তথ্য প্রযুক্তি খাত নানা পরিক্লপনার কথা জানিয়েছেন তিনি।
*সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক খাত এবং গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে জনসম্পদ তৈরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
*ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৬ প্রণয়ন করা হবে। এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম (সিইআরটি) প্রতিষ্ঠা এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে।
*দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হয়ে বাংলাদেশ প্রায় ১৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ অর্জন করবে।
*২০১৭ সালে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ যাত্রা শুরুর পর নিজস্ব চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে আমরা স্যাটেলাইট ব্যান্ডউইথ রপ্তানি করতে পারব।
*২০১৭ সালের মধ্যেই ফোর-জি চালুর পরিকল্পনা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় ও আইসিটি ডিভিশিন, রবি ও হুয়াওয়ে-এর যৌথ উদ্যোগে গ্রামীণ পর্যায়ে নারীদের প্রশিক্ষণ প্রদানের জন্য পাঁচটি মোবাইল বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই বাসগুলোর মাধ্যমে আগামী তিন বছরে আড়াই লাখ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণের স্টলগুলো ঘুরে দেখেন।