Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

0825a08371dc45de4a9d0e2601b85d2d-cameroon-train খোলা বাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬: ক্যামেরুনে শুক্রবার যাত্রী বোঝাই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত ও প্রায় ৬শ’ লোক আহত হয়েছে।
দেশটির পরিবহন মন্ত্রী এগার অ্যালাইন মেবে এনগো বলেন, ট্রেনটি মধ্যাঞ্চলীয় এসেকা নগরীতে পৌঁছার কিছু আগেই লাইনচ্যুত হয়। এটি রাজধানী ইয়াউন্ডে থেকে বাণিজ্যিক নগরী দোউয়ালায় যাচ্ছিল। দুটি নগরীতে পরিবহন সংকটের কারণে মানুষ গাদাগাদি করে ট্রেনটিতে উঠে।
মন্ত্রী রাষ্ট্রীয় টিভি সিআরটিভিকে বলেন, এই ঘটনায় ৫৫ জন নিশ্চিতভাবে মারা গেছে এবং ৫৭৫ জন আহত হয়েছে।
তিনি বলেন, ‘এই ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বাণিজ্যিক রাজধানী থেকে জরুরি বিভাগের লোকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দোউলা অঞ্চলের গভর্নর দিয়েউদোনে ইভাহা দিবোউয়া বলেন, দমকল বিভাগের লোকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
স্থানীয় সময় সকাল ১১টায় ট্রেনটি ইয়াওউন্ডে থেকে রওয়ানা হয়।
পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়।