খোলা বাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬: অাজ ২২ অক্টোবর ঐতিয্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ লেবার পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষীকী।১৯৭৮ সালে লেবার পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠাতা মাওলানা অাবদুল মতীন ভারতীয় অাধিপত্যবাদী অাগ্রাসন বিরুদ্ধে ছিলেন সেচ্চার। তিনি ছিলেন মাওলানা ভাসানীর ফারাক্কা সংগ্রাম কমিটির অাহবায়ক।
বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবাষীর্কি উপলক্ষ্যে পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমানের ইরানকে গণ সংস্কৃতি দলের সভাপতি এস. আল-মামুন সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন গণ সংস্কৃতি দলের সাধারণ সম্পাদক কামাল মিনা এবং দৈনিক খোলা বাজার ও খোলাবাজার ২৪ ডট কম এর প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিম প্রমুখ।
বাংলাদেশ লেবার পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্টির সর্বস্তরের নেতা কর্মী, উপদেষ্ঠা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।