খোলা বাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬:আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টায় ফের শুরু হচ্ছে সম্মেলন।
এদিনের কার্যক্রম হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে।
দুই পর্বে প্রথম দিনের (শনিবার, ২২ অক্টোবর) সম্মেলন হয়েছে। যার প্রথম অংশে ছিল উদ্বোধন এবং বক্তব্য। আর দুপুরে খাওয়ার পর দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলার সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সারাদেশ থেকে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর এতে অংশ নিয়েছেন।