খোলা বাজার২৪, রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬:সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড নারী শিক্ষায় সহায়ক হিসেবে সিলেটের মনির আহমদ একাডেমীর নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করেছে। মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক দেওয়ান রুহুল আহ্সান, সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী, মনির আহমদ একাডেমির প্রিন্সিপাল উজ্জল কুমার সাহা সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।