Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬:  বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেছেন, দেশে আজ কোনো গণতন্ত্র নেই, কোনো আইনের শাসন নেই। সর্বক্ষেত্রে দুর্নীতির মহোৎসব চলছে।

রবিবার গাজীপুরে আইনজীবীদের মেধাবী সন্তান ও নবীন আইজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির এ সাধারণ সম্পাদক। অ্যাডভোকেট মোকদম আলী ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর আইজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, আজকের মেধাবী ছাত্র এবং নতুন আইনজীবীরাই আগামী দিনে দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

অ্যাডভোকেট সহিদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর বারের সাবেক সভাপতি আলাউদ্দিন হোসাইন, সুলতানা উদ্দিন, সোলায়মান, মো. মনির হোসেন, সিদ্দিকুর রহমান, মোকদম আলী ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানে আইনজীবীদের মেধাবী ২০ সন্তান এবং দেড়শ নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবছরই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।