
খোলা বাজার২৪, সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলামকে তিনদিন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান জানান, জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে মনিরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মোতালেবের সঙ্গে নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। মনিরুল রাজশাহীর তানোর উপজেলার তালুকপাড়া গ্রামের মৃত মইদুল হকের ছেলে।
এদিকে শিক্ষার্থী মোতালেব হোসেন হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শোকর্যালি ও মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের সামনে থেকে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে, নবাব আবদুল লতিফ হলের প্রাধ্যক্ষ বিপুল কুমার বিশ্বাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, মাস্টার্সের শিক্ষার্থী রেজাউল করিম শামীম প্রমুখ।