খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: ঝিনাইদহে পুলিশের সাথে পৃথক বন্দুক যুদ্ধে ২ সন্ত্রাসী নিহত ও ১ ডাকাত আহত হয়েছে। এসব ঘটনায় ৫ পুলিশ কনস্টেবল আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ টি অস্ত্র, ৫ টি বোমা ও ৩ রাউন্ড গুলি। ঘটনা দুটি ঘটেছে আজ ভোর ৪ টার দিকে জেলা শহরের বাইপাস এলাকার ভুটিয়ারগাতী ও কালীগঞ্জের বারোবাজার এলাকায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী নামক স্থানে পুলিশের একটি টহল দল টহল দিচ্ছিল। এসময় ৩ টি মটর সাইকেল দেখতে পেয়ে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করলে মটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ পর ১ সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশের ৩ কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে ২ টি শাটার গান, ২ রাউন্ড গুলি ও ৫ টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ কনস্টেবলরা হল, বুলবুল আহমেদ, আলমগীর হোসেন ও নাছিম।
তিনি আরো জানান, সন্ত্রাসীরা কোন নাশকতামুলক কর্মকান্ড করতে যাচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অন্যদিকে কালীগঞ্জের বারোবাজার ধোপাদি এলাকায় পুলিশ ও ডাকাতের বন্দুকযুদ্ধে নাসির নামের ১ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে এবং ২ পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১ টি অস্ত্র ও ১ রাউন্ড গুলি।