খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: বাগরহাটের কচুয়া উপজেলা মঘিয়া এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জেমমবির ৪ সদস্যকে অন্ত্র ও হাত বোমাসহ আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কচুয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদদের ভিত্তিতে তাদের আটক করে। এসময়ে গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের বর্তমানে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃত ৪ জেমমবির সদস্যদের মধ্যে রয়েছে বাগেরহাটের কচুয়া এলাকার আকাশ (১৯) পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), একই জেলার কাবিরুল(২৬) ও মিজানুর রহমান(২৫)।
পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্তগ্রাম মঘিয়া একটি বাড়িতে জেএমবির সদস্যর ওই চার সদস্য অবন্থান করছে এমন খবর নিশ্চিত হয়ে ডিবি পুলিশ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আজ ভোরে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গীরা হামালা চালায় । এসময়ে পুলিশও আত্মরক্ষাতে গুলি ছোড়ে। পরে ওই মঘিয়া এলাকার পরিত্যাক্ত বাগান বাড়ি থেকে জঙ্গিদের ব্যবহৃত ১ টি রিবলবর,৫টি হাত বোমা এবং বোমা তৈরীর বেশকিছু সরজ্ঞাম সহ চার জঙ্গীকে আটক করে। আটককৃত জঙ্গী আকাশের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। অন্য তিনজঙ্গী হাবিবুল্লাহম কাবিরুল ও মিজানুরের বাড়ি পিরোজপুর জেলায়। বর্তমানে তাদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গীসংগঠন জেমমবির সদস্য বলে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চি হয়েছে।
জঙ্গী আটক অভিযানে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য কনস্টবল আ. আজিজ, আব্দুল মুহিদ এবং মো. আজাদা। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।