খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬:
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সহকারী কমিশনার (ভূমি)সরকার অসিম কুমারের বদলি আদেশ বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদান, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নাচোল সর্বস্তরের জণসাধারনের ব্যানারে এ মানববন্ধন, পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে নাচোল মহিলা ডিগ্রী কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, খ.ম বালিকা উচ্চ বিদ্যালয়, এশিয়ান স্কুল এন্ড কলেজ, বিএম ফাজিল মাদ্রাসা, পাঠশালা স্কুল এন্ড কলেজ, উপজেলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীপেশার লোকজনসহ গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে এ মানববন্ধ কর্মসূচী পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিট কমান্ডার মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের ও পরিবেশ রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আব্দুস সাত্তার, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, আ’লীগ নেতা আলহাজ্ব তরিকুল ইসলাম (সুইডেন হাজী), উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মূর্মু, আদিবাসী মুক্তি মোর্চার জেলা সভাপতি বিশ্বনাথ মাহাতো, নাচোল আদিবাসী একাডেমীর সহ সভাপতি রঞ্জনা রানী, উপজেলা এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক শাকিল রেজা সহ প্রমুখ।
মানববন্ধন ও পথসভা শেষে আয়োজকদের পক্ষ থেকে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমার-এর বদলী আদেশ বাতিলের দাবীতে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য,গত ২৩ শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক চাঁপাই দৃষ্টি ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাত মাথা,গোমস্তাপুর (রহনপুর) থেকে প্রকাশিত সাপ্তাহিক জনকল্যান সংবাদ ্ এবং গত ২৪ শে অক্টোবর রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন বিভিন্ন অনলাইন পত্রিকায় নাচোলে সহকারী কমিশনার সরকার অসিম কুমারের বদলির আদেশ,বাতিলের দাবি সাধারন জনগনের শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়।