Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: শহরের নিশ্চিন্তপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুলাহ আল মামুন (২৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
মামুন নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রতন নামে একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুন সকালে বাড়ি থেকে বের হলে নিশ্চিন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে একটি ফাঁকা স্থানে ডেকে নেয় প্রতিপক্ষ রতনসহ কয়েকজন। সেখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাগবিতণ্ডা হয় মামুনের সঙ্গে।
এক পর্যায়ে লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে মামুন। মুমূর্ষু অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।