রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলার রুবেল (২৮) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মুণ্ডুমালা পৌর বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে সভাপতিত্ব কনে গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা সমশের আলী।
এসময় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, মুণ্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, নিহতের ছোট ভাই রাসেল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, রুবেল হত্যাকাণ্ডের পাঁচ দিন অতিবাহিত হলেও মামলার প্রধান আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় পুলিশ মামলাটিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তবে শুধু খুনি নয়, রুবেল হত্যার পেছনের ইনন্ধনদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে। প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২২ অক্টোবর সকালে গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে আশরাফুল ইসলাম রুবেলকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।