খোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬: নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাগরিক আন্দোলনের নেতা এ্যাডভোকেট নজরুল ইসলামের (৫৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রুপগঞ্জ বাসষ্ট্যান্ড এর মোস্তারি কমপ্লেক্সের পার্শ্বে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা মারাত্বক হওয়ায় তাকে খুলনা আবুুনাছের বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ্যাডভোকেট নজরুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোস্তারি কমপ্লেক্সের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ১০/১৫ জন সন্ত্রাসী লাঠি দিয়ে মারপিট শুরু করে নজরুল ইসলামকে বলে কুরিডোব মাঠে র্যাফেল ড্র বন্ধ করেছিস। এখন তোকে লটারি বানাবো। ছাত্রমৈত্রীর জেলা কমিটর সাধারণ সম্পাদক প্রতীক বিশ^াস সাধন জানান, লটারীর নামে জুয়া বন্ধ করায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কয়েকদিন আগে ফেসবুকে স্টাটাসে মাহফুজ নামের একটি আইডি থেকে তাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।
খবর শুনে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান । ঘটনার প্রতিবাদে ওয়াকার্স পাটিসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবি জানানো হয়।
এঘটনার প্রতিবাদে বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সচেতন নাগরিক সমাজ আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশেরে ডাক দিয়েছে। এছাড়া ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের আহবানে বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রিক্সা-ভ্যান ধর্মঘট এবং বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
উল্লেখ্য,মণিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসি কল্যাণ ফাউন্ডেশন এবং গোপালগঞ্জ হ্যান্ডলোম অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৩ অক্টোবর থেকে র্যাফেল ড্রর নামে জুয়া খেলার আয়োজন করা হয়। র্যাফেল ড্র এবং জুয়া বন্ধের দাবিতে প্রতিবাদ করে আসছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম। আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর র্যাফেল ড্র বন্ধের ঘোষণা দেন নড়াইল জেলা প্রশাসক ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, নজরুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নই। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।