Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬:  প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী‘র ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ আয়োজিত স্মরণসভায় নেতৃবৃন্দ দেশের সংকটের চিত্র তুলে বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর ঘনিষ্ট অনুসারী ও অনুরাগী গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও দেশপ্রেমিক সাংবাদিক। তিনি সারা জীবন দেশ-জাতি ও জনগনের পক্ষে কথা বলেছেন, কলম চালিয়েছেন। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তুলতে আজীবন কাজ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত সভায় ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মতিয়ারা চৌধুরী মিনু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, আলোচনায় অংশ গ্রহন করেন ন্যাপ যুগ্ম মহাসচিব মোঃ নুরুল আমান চৌধুরী টিটো, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, পরিষদ সদস্য সচিব সোলায়মান সোহেল, যুগ্ম আহ্বায়ক ডাঃ এম.এ. মুক্তাদীর, সাবরিনা সুলতানা, ডাঃ হাকিম রিয়াজউদ্দিন, আবদুল্লাহ আল মাসুম, সালমা ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারওয়ার খান বলেছেন, স্বাধীনতার ৪৫ বছরেও সার্বভৌম গণতান্ত্রিক পরিবেশ এষনও প্রতিষ্ঠিত হয়নি। মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি গণতান্ত্রিক সংবিধান ও সে আলোকে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবার যে স্বপ্ন গিয়াস কামাল চৌধুরী দেখতেন, তা আজও বাস্তবায়িত হয়নি। গিয়াস কামাল চৌধুরী আমৃত্যু সেই রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাধিকদের অধিকার আদায়ে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেছেন, একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সবচাইতে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। আর এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় গণতান্ত্রিক পরিবেশ। বর্তমান সরকার সেই পরিবেশ নষ্ট করেছে। তিনি আরো বলেছেন, আমাদের রাষ্ট্রে ও সমাজে গণতন্ত্রের প্রসব বেদনা শুরু হয়েছে, প্রয়োজন ধাত্রীর। সঠিক সময়ে জনগণের ধাত্রী হলে বেশিদিন টিকতে পারবে না আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদের সহায়ক অপশক্তি।
সভাপতির বক্তব্যে মতিয়ারা চৌধুরী মিনু বলেছেন, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত গিয়াস কামাল চৌধুরীর স্বপ্ন বাস্তবায়িত হবে না। তার প্রতি শ্রদ্ধা জানানোর সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তার প্রদর্শিত পথে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বিজয়ের পথে নিয়ে যেতে হবে।