Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

iqbal-mahmoodখোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬:  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে তা কমিয়ে এনে নিয়ন্ত্রণ করা সম্ভব। দুদক সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র সেমিনার কক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমকাল সম্পাদক ও পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
সেমিনারে আরো বক্তৃতা করেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক আমাদের অর্থনীতি’র সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক প্রথম আলো’র যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী।

মূল প্রবদ্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর।

দুদক চেয়ারম্যান বলেন, অর্থ এবং পেশি শক্তিই হচ্ছে দুর্নীতি দমন বা প্রতিরোধের মূল সমস্যা। তিনি বলেন, দুর্নীতি দমনে পদ্ধতিগত সমস্যা আরেকটি বড় সমস্যা। পদ্ধতিগত পরিবর্তন না হলে দুর্নীতি প্রতিরোধ কোনভাবেই সম্ভব নয়। তাই পদ্ধতিতে পরিবর্তন আনা অতীব জরুরি।

দুর্নীতি দমনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে তিনি বলেন, দুনীতির বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে এবং দুর্নীতি বিষয়ে রিপোর্টিং করার ক্ষেত্রে আরো যতœবান ও সচেতন হতে হবে।

তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ হলেই তাকে দুর্নীতিবাজ বলা ঠিক না। রিপোর্টিং করার সময় অভিযোগ পর্যায়ে কারো যেন চরিত্র হনন করা না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

দুনীতিবাজদের বিরুদ্ধে আরো কঠোর ভুমিকা নিতে দুদকের প্রতি আহবান জানিয়ে গোলাম সারওয়ার বলেন, বর্তমানে দুনীতির প্রতিবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট রিপোর্টার ঘটনার গভীরে গিয়ে অনুসন্ধান করেন না। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা বিজ্ঞাপন দাতাদের চাপের শিকার হয়ে থাকেন।

দুর্নীতির রিপোর্ট করার ক্ষেত্রে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমের উচিত আরো দায়িত্বশীলতার সাথেয় দুর্নীতি বিষয়ে তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করা।

তিনি গণমাধ্যমের সীমাবদ্ধতার কথা উল্লেখ তরে বলেন, দেশের গণমাধ্যমগুলো বিভিন্ন প্রভাবশালী কোম্পানীর দুর্নীতির সংবাদ প্রচার করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। চাইলেই তারা কোন কোম্পানীর দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার বা প্রকাশ করতে পারে না।