খোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬: মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে মাছ ধরার অভিযোগে বুধবার (২৬ অক্টোবর) সাত জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধার করা হয়েছে ১৫ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা ইউএনও মো. খালেকুজ্জামান জানান, লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে বুধবার সকালে সাত জেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তদের পাঁচজনের বাড়ি লৌহজংয়ের কুমারভোগে এবং অপর দুইজনের বাড়ি জাজিরা উপজেলায়। উদ্ধার করা ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হছে। মাছগুলো মাদ্রাসার এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।