Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬:  ত্রিশালের কানিহারী ইউনিয়নের মাদলারগোপ গ্রামে জেসমিন খাতুন (১৯) নামে এক নববধুর ঝুলন্ত মরদেহ আজ বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে একই উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর উত্তরপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ের বিয়ে হয় মাদলারগোপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেনের সাথে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্বামীর ঘরেই ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে জেসমিন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। এদিকে জেসমিনের পরিবারের দাবি যৌতুকের টাকার চাপে আতœহত্যা করেছে সে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

চাচা ইউসুফ আলী জানান, যৌতুকের টাকার চাপ সহ্য করতে না পেরেই আতœহত্যা করেছে ঘটনা ঘটেছে।

ওসি মনিরুজ্জামান জানান, যৌতুকের টাকার চাপে দাম্পত্য কলহের জের ধরেই আতœহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।