Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে পঞ্চগড় জেলার ৩টি উপজেলায় (পঞ্চগড় সদর, বোদা ও দেবীগঞ্জ) বিলুপ্ত ছিটমহল যুক্ত ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ উপলক্ষে ইউনিয়নগুলোতে জমে উঠেছে নির্বাচনী উৎসব। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারনার তৎপরতা ততই বেড়ে যাচ্ছে। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা।

এছাড়া পোষ্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে তিন উপজেলার এই বিলুপ্ত ছিটমহল সংযুক্ত হওয়া ৮ টি ইউনিয়ন পরিষদের পুরো এলাকা। চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিন্দন্দ্বি প্রার্থীরা কর্মী বৈঠক ও উঠান বৈঠক করছেন। কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন বিলুপ্ত ছিটমহল সহ সারা ইউনিয়নে উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্বতন্ত্র ও বিএনপি মনোনীত প্রার্থীরা। তাদের অভিযোগ সরকারী দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা প্রভাব খাটিয়ে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের কর্মীদের নানা প্রকার হুমকি প্রদান করছেন।

চলতি বছরের শুরুতে দেশব্যাপী ৫ দফা ইউপি নির্বাচনে পঞ্চগড় জেলার ৫ উপজেলার ৪৩টি ইউনিয়নের মধ্যে ৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার ৮টি ইউনিয়নে বিলুপ্ত ছিটমহলগুলো সংযুক্ত হওয়া, ভোটার এলাকা সংযুক্তকরণ, পৌরসভা সংক্রান্ত সীমানা জটিলতা, ভোটার তালিকা প্রনয়ণের কারণে পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়।

স্থগিত থাকা এসব ইউনিয়নের মধ্যে আগামী ৩১ অক্টোবর ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে বোদা উপজেলার বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় এ ইউনিয়নে শুধুমাত্র চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অপর দিকে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ও দেবীডুবা ইউনিয়ন এবং আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে পৌরসভার সাথে সীমানা জটিলাতার কারণে নির্বাচন হচ্ছে না।

বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনার পর এসব এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা পরিণত হয়েছে উৎসবে।

তিন উপজেলার বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ৮ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সদস্য পদে ৩২৬ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতায় নেমেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন আওয়ামীলীগ, ৮ জন বিএনপি, ২ জন জাতীয় পাটি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে প্রচার প্রচারণায় ব্যস্ত এসব প্রার্থী।

প্রথমবারের মত ভোট প্রদানের আনন্দে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের মধ্যে।

নির্বাচন নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের কোন শঙ্কা না থাকলেও স্বতন্ত্র ও বিএনপি মনোনীত প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে করছেন নানা আশঙ্কা। তাদের অভিযোগ সরকারী দলের প্রভাব খাটিয়ে নৌকা প্রতিকের প্রার্থীরা স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের কর্মীদের নানা প্রকার হুমকি সহ লঙ্ঘন করছেন নির্বাচনী আচরনবিধি।

সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে সংযুক্ত হওয়া বিলুপ্ত গাড়াতি ছিটমহলের বাসিন্দা মাহাবুবার রহমান বলেন, জীবনের প্রথমবার বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দিতে পারব এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। এর আগে এতো ভোট গেছে কেউ আমাদের জিজ্ঞাসও করেনি আর এখন দিন-রাত প্রার্থীরা আমাদের বাড়িতে ভোট চাইতে আসে। এটাই আমার জীবনের বড় পাওয়া।

দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলম ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার বসুনিয়া বলেন, সরকারি দলের প্রার্থীর কর্মী-সমর্থকরা আমাদের কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করছেন। নির্বাচনে তারা নাকি একটা ভোট পেলেও বিজয় ছিনিয়ে নিবে এমনও হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের সু-দৃষ্টি কমনা করছি।

পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান বলেন, সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নির্বাচন সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে কোন প্রার্থী কোনভাবে যেন আচরণবিধি লংঘণ করতে না পারে সেজন্য প্রত্যেক উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।

জেলার ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহল যুক্ত ৮ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে ৩৬ টি বিলুপ্ত ছিটমহল থেকে এ বছর নতুন করে ৮ হাজার ৯৩৫ জন ভোটার সংযুক্ত হয়েছেন। ৮ টি ইউনিয়নে মোট ৭২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।