Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬:  সম্প্রতি ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুরে (টাটা নগর) অনুষ্ঠিত আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সেমিনারে বাংলাদেশর বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও বাংলাদেশ ডি এইচ এম এস চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক ডাঃ মোঃ দেলোয়ার হোসেনকে সর্বসম্মতি ক্রমে আন্তর্জাতিক সমাজ সেবামূলক সংগঠন ডাঃ এস পি ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এস পি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট থ্যালাছেমিয়া স্পেশালিষ্ট ডাঃ টিকে চ্যাটারজি সাক্ষরিত নিয়োগ পত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারতের বিখ্যাত হোমিওপ্যাথিক ডাঃ পি পি ব্যানারজি সহ ভারতের ২৯ টি প্রদেশের ডাক্তার বৃন্দ। ডাঃ টিকে চ্যাটারজি বাংলাদেশে এস পি ফাউন্ডেশনের কার্য়ক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশের সকল হোমিও ডাক্তার, ছাত্র ও শুভাকাঙ্খীদের ডাঃ মোঃ দেলোয়ার হোসেনকে সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েছেন।