খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: বিরলে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি ভবন অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবির এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহুল হুসেন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও রুপালী বাংলা জুট মিলের সত্বাধীকারী, বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল আজাদ মনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানিক, রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আজম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র সভাপতি কামরুজামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ইমাম, পুরহিত, সুধী ও গণমাণ্য ব্যক্তিবর্গ।