খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: উন্নত স্যানিটেশন সুস্থ্য জীবন, হাত ধোয়ার অভ্যাস করি। এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে বিরল প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে, জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ সায়হান আলী এর নেতৃত্বে র্যালীটি বিরল পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে শেষ হয়। শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।